ইতি খানম, স্টাফ রিপোর্টার :বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে নরসিংদী জেলা সমন্বয়কদের একটি ছাত্র প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের আগামী কর্মসূচী ঘোষণা করেন।
কর্মসূচীগুলো হলো; সপ্তাহের প্রতি রবিবার এক দিনের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, অনির্দিষ্ট কালের জন্য নরসিংদী জেলার সকল টেক্সটাইল মিল বন্ধ রাখা, নরসিংদীর বড় বাজার, বাবুরহাট বাজার বন্ধ থাকবে, শুধু ছোট ছোট মুদির দোকানগুলো সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে। জুরুরী সেবা যেমন হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে, নরসিংদী সকল পরিবহন রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
এছাড়া সমন্বয়করা বলেন, আমরা নরসিংদীতে ইমারজেন্সি মেডিকেল টিম গঠন করেছি। যারা আগ্রহী তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন শাহজালাল রহমতুল্লা, আলভী খান, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ফয়েজ, আব্দুল্লাহ আল মারুফ, সাজিম ফরাজি।