শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

নাচোলে আম চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

এম,এ বারী, স্টাফ রিপোর্টারঃ

তাং-১৬-১১-২২ইংঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শুকুদ্দি (৫৩)। তিনি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে আম চুরি করতে আসেন । পরে বাগানের পাহারায় থাকা লোকজন আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের একপর্যায়ে বুধবার সকালে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে।

 

এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবি- মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

অভিযুক্তদের আটকের ব্যাপারে ওসি আরো জানান, যারা চোর সন্দেহে বৃদ্ধকে ধরেছে এবং মারধর করেছে, তাদেরই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991