স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউটার ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। নাচোল রেল স্টেশনের স্টেশন মাষ্টার উজ্জল জানান, গতকাল বুধবার বেলা ১১টার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি রহনপুর যাবার সময় নাচোল স্টেশন ত্যাগ করার মুহুর্তে এক ব্যক্তি প্লাট ফরমে পড়ে গেলে তার ডান পা ট্রেনের সাথে সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা নাচোল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিল মাহমুদ প্রাথমিক চিকিৎসা শেষে রোগির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। অহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বোয়লিয়া(কালুপুর) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আক্তারুল(৬০) বলে জানাগেছে।