চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের আখিলা গ্রামের এক কিলামিটার পাকা রাস্তার উদ্বাধন করলন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
নাচোল উপজেলা প্রকৌশলী(এলজিইডি) শাহিনুল ইসলাম জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কসবা ইউনিয়ন নাচোল-রহনপুর পাকা রাস্তার ধার আখিলা থেকে চাপড়াপাড়া পর্যন্ত এক কিলামিটার পাকা রাস্তার উদ্বাধন করলেন ৪৪, চাঁপাইনাবাগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ভূমি ম্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। আইআরআইডিপি-৩ প্রকল্পর আওতায় স্থায়ানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, নাচোল বাস্তবায়নাধীন ৭৫লাখ, ৪৩ হাজার ৩৪৫ টাকা চুক্তিমূল্য ১০০০মিটার(এক কিলোমিটার) রাস্তা পাকাকরণ কাজ সম্পন করা হয়েছে। ওই রাস্তা উদ্বোধনের সময় উপস্তিত ছিলেন, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) শাহিনুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া আল মহরাব, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক আশিক মাহমুদ,ছাত্রদল,যুবদল কৃষকদল,শ্রমিক দলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতা- কর্মীগণ ।