স্টাফ রিপোর্টারঃ চোর চক্রের আসামীগণ চাঁপাইনাবাবগঞ্জ সদর মডেল থানাধীন আমনুরাতে বাসা ভাড়া নিয়ে তারা অত্র এলাকায় দীর্ঘদিন হতে ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যান সহ মোটর সাইকেল চুরি করে আসছিল। তারা নাচোল, রহনপুর, মুন্ডুমালা, চাঁপাইনবাবগঞ্জ সদর সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অনেক চুরির ঘটনা ঘটিয়েছে। প্রত্যেক আসামীদের নামে অত্র জেলা সহ নওগাঁ, নাটোর এর বিভিন্ন থানায় ৪/৫টি করে চুরি সহ মাদক মামলা রয়েছে। আসামীরা অত্র এলাকার গরিব দুস্থ্য অসহায় মানুষের খেটে খাওয়া একমাত্র সম্বল অটো চার্জার ভ্যান চুরি করে আসছিল। আসামীদের পেশা ও নেশা চুরি করা ।
*গ্রেফতারের সময়* – গত ১৫/০৩/২০২২ খ্রিঃ সময়- ১৬:৪৫।
*গ্রেফতারের স্থান* – নাচোল, আমনুরা রাজশাহী পুঠিয়া এবং বাঘা হতে গ্রেফতার করা হয়।
আসামীঃ
১। মোঃরনি আহম্মেদ(২৩) পিতা-মোঃমকবুল হোসেন,মাতা- মোসাঃ রুপালী বেগম,সাং-কাফুরিয়া পশ্চিম পাড়া,থানা ও জেলা-নাটোর।
২। মোঃআলামিন(২৪) পিতা- মোঃজিয়াউর রহমান,সাং-কাফুরিয়া পশ্চিমপাড়া,উভয়ের থানা ও জেলা-নাটোর।
৩। মোঃ দেলোয়ার হোসেন(৬৪)পিতা-মৃত জান মোহাম্মদ,সাং-কৃষ্ণপুর মেডিকেল পাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী। বর্তমান সাং-কাঁঠাল বাড়িয়া,জনৈক মোঃআবুল হোসেন এর বাসার ভাড়াটিয়া ।
৪। মোঃ মাজিদুল ইসলাম(৪৫)পিতা-মোঃ আজাহার মন্ডল,মাতা-মোসাঃ মালেকা বেগম, সাং-কলিগ্রাম, থানা- বাঘা,জেলা-রাজশাহী।
৫। মোঃ আলমগীর হোসেন, পিতা- মোঃ সেকান্দার আলী, সাং- ভারোতিপাড়া, থানা- বাঘা- জেলা- চাঁপাইনবাবগঞ্জ।