মারুফ আহমেদ রাজশাহীঃ
সারা দেশের বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নাটোরে পুলিশি পাহারায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
দুপুরে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন, রাজশাজী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব রহিম নেওয়াজ।
ছাত্রদল কর্মী আহত
এসময় বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন না দিলে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে না।
এদিকে, বিএনপির সমাবেশ কে ঘিরে শহরজুড়ে উত্তোজনা ছড়িয়ে পড়ে। বিএনপির কর্মসূচীতে আসার সময় শহরের স্টেশন বাজার এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম এবং কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় হাফরাস্তায় ছাত্রদল কর্মী আনাম নামে দু্জনকে কুপিয়ে জখম করার অভিযোগ করেছে বিএনপি।
পরে পুলিশি পাহারায় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাজশাহীতে পাঠিয়ে দেওয়া হয়।