মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের নাটোর জেলা আঞ্চলিক শাখার পক্ষ হতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ও নাটোর জেলার লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)এর সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে
৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টার সময় কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর জেলা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগের নেতৃত্বে উক্ত সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের অফিসে একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উক্ত মানবাধিকার সংস্থার সদস্যবৃন্দ নাটোরের মাননীয় জেলা প্রশাসক জনাব, আসমা শাহীনের সঙ্গে বৈঠক করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
মাননীয় জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে পর্যায়ক্রমে পুলিশ সুপার,সিভিল সার্জন,ও নাটোর জেলার লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)ইসমত আরা তুশির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উক্ত সংস্থার সদস্যবৃন্দ।
জেলা প্রশাসক জনাব আসমা শাহীন সংস্থার উদ্যোগের প্রশংসা করে বলেন, “মানবাধিকার রক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের জেলার প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে এবং তারা সুষ্ঠু পরিবেশে জীবনযাপন করতে পারে। মানবাধিকার সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই কাজ আরও উন্নত করতে চাই।”
এছাড়াও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের নাটোর জেলা আঞ্চলিক শাখার সহ সভাপতি মোঃ বজলুর রশিদ আলহাজ্ব মোঃ তফিজুল ইসলাম, এমরান আলী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, মোঃ মঈন উদ্দিন ,সহ-দফতর সম্পাদক – আওসাফ আতেফ অন্তর, অর্থ বিষয়ক সম্পাদক – মোঃ আসাদুজ্জামান রিমন, সাংগঠনিক সম্পাদক – সাদেকুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক – মশিউর রহমান পলাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোঃ ফরিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক – মঃ আরশাদ আলী, কার্যনির্বাহী সদস্য – খন্দকার শামসুজ্জোহা হেলাল, আলহাজ্ব – মোঃ আব্দুল করিম, মোঃ সুমন সরদার,প্রমুখ।এ
সময়, মানবাধিকার সংস্থা, জেলা প্রশাসন ও উর্ধতন কর্মকর্তাগন একে অপরের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয়ক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।