মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :-
নাটোরে ডিবি পুলিশ একটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলপারের সিটে থাকা অপরজন কৌশলে অন্ধকারে পালিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা যায়, আসামীদ্বয় একটি ট্রাক যোগে গাজীপুর হতে নাটোরের গুরুদাসপুরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য উল্লেখিত এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ০৮ মার্চ ভোর রাত আনুমানিক ০৪ ঘটিকায় জেলার গুরুদাসপুর থানার কাঁচিকাটা এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করেন।
গুরুদাসপুর থানাধীন নাটোর সিরাজগঞ্জ মহাসড়কের কাচিকাটা এলাকার মোঃ এরশাদ আলীর মাছের দোকানের সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ট-১৫-৮৮১৫ (নিশ্চল) লেখা ট্রাক থেকে ড্রাইভারের আসন হতে দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গাড়ির ড্রাইভিং সিটের নিচ থেকে সাদা বস্তার মধ্যে স্বচ্ছ লাল পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সজীব আহমেদ আকন্দ(২৬) সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সোনারগাঁ (আকন্দ বাড়ি) এলাকার মৃত দুলাল উদ্দিন আকন্দের ছেলে, সে অস্থায়ী ভাবে গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাশিমপুর এলাকায় বসবাস করতো। এবং হেলপারের সিটে থাকা মোঃ শামীম মিয়া(৩১), পিতা-মোঃ মনছুর আলী, সাং-শহীদবাগ সাধু(০৩নং ওয়ার্ড অংশ), থানা-কাউনিয়া, জেলা-রংপুর কৌশলে পালিয়ে যায়।মাদক বহনকারী কাজে ব্যাবহৃত ট্রাক আটক করা হয়। পুলিশ জানায় পলাতক আসামি গ্রেফতারে অভিযান চলমান থাকবে। এবং মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা কঠোর ব্যবস্থা নেবে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।