মারুফ আহমেদ নাটোরঃ
নাটোরে ২৪ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করছে জেলা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিওিতে, বুধবার রাতে আনুমানিক দশটার দিকে বনবেলঘরিয়া বাইপাস এলাকায় একটি যাএীবাহী বাসে তল্লাশী করে এই কচ্ছপটি উদ্ধার করা হয়।তবে এই ঘটনায় কাউকে আটক করা যায় নি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু সাদাদ জানান,গোপন সংবাদের ভিওিতে বনবেলঘরিয়া বাইপাস এলাকায় নিউ এস আর ট্রাভেলস বাসে তল্লাশী করে পাওয়া যায়, বাসের বক্সের ভিতরে মাছ নেওয়া কাটুনে পলেথিনের ভিতর করে অল্প পানি দিয়ে কচ্ছপ টি মাছ হিসেবে ঢাকায় তরুন নামের একজনের কাছে পাঠানো চেস্টা করে।আটকৃত কচ্ছপটি চাঁপাইনবাবগঞ্জ থেকে জুলমত নামের এক ব্যক্তি সাভার ফুলবাড়ীতে পাঠানোর চেস্টা করে।