মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর
প্রথমবারের মতো নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ(বুধবার) সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
‘নাটোরের সর্বস্তরের সাংবাদিকদের’ ব্যানারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম।উক্ত আলচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলো পত্রিকার নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ৭১টিভির নাটোর প্রতিনিধি ও সাধারণ সম্পাদক ইউনিক প্রেসক্লাব বুলবুল আহমেদ, একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু, চ্যানেল আইয়ের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা, এখন টিভির নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন, সময় টেলিভিশনের নাটোর প্রতিনিধি আল মামুন,ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল, বাংলাদেশ প্রেসক্লাব বড়াইগ্রাম শাখার সভাপতি অমর ডি কস্তা,সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, মোহনা টিভির সিংড়া(নাটোর) প্রতিনিধি এমরান আলী মোল্লা রানা, সহ অন্যরা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সংকটময় মূহুর্তে সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন বক্তারা। মিলন মেলায় ৭ টি উপজেলার ২১ টি প্রেসক্লাবের ২ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।