এ উপলক্ষ্যে শনিবার দুপুরের প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে পত্রিকাটির জেলা প্রতিনিধির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সদস্য মজিবুল হক সানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ শহীদ আহমেদ, প্রেসক্লাব গাইবান্ধা সভাপতি খালেদ হোসেন সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন আকন্দসহ স্থানীয় সাংবাদিকরা। পরে আলোচনা শেষে উপস্থিত বিশিষ্টজনরা কেক কেটে পত্রিকাটির জন্মদিন সুচনা করেন।