শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
ঘোষনা
সরবরাহ থাকলেও কমছে না সবজির দাম সিরাজগঞ্জে আচারন বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রার্থীকে নিয়ে ভোট চাইছেন এক সরকারি কর্মচারী শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু সিরাজগঞ্জ সলঙ্গায় গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি গ্রেফতার সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বকনা বাছুর বিতরণ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত মাটি খননের সময়ে বেড়িয়ে আসা মাইন ও মর্টার সেল বিস্ফোরণ ঝিনাইদহে বৃষ্টির আশায় কেঁদে বুক ভাসালেন মুসল্লীরা বাংলাদেশ সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক তৃষ্ণা নিবারণ উপকরণ বিতরণ নাটোরে বাগাতিপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার

নান্দাইলে ইটের রাবিশ দিয়ে মাদ্রাসার ছাদ ঢালাই ॥ [ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়মের ভিডিও ভাইরাল ]

স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে ইটের রাবিশ তথা ইটের গুড়ার সাথে বালি ও সিমেন্ট মিশ্রিত করে চালিয়ে যাচ্ছিল চারতলা বিশিষ্ট মাদ্রাসার ভবনের জলছাদ (প্যাটার্ন স্টোন) ঢালাইয়ের কাজ। আকাশ ভূইয়া নামে এক যুবক উক্ত অনিয়ম দেখতে পেয়ে স্থানীয় জনগণের সহযোগীতায় নির্মাণ কাজে বাধা দেয় এবং তা তাঁর ফেসবুক লাইভে প্রচার করে। এসময় উক্ত নির্মাণ কাজের ঠিকাদার ফারুক মন্ডল যুবকের প্রতি ক্ষুব্ধ হয়ে ফেসবুক বন্ধ করার জন্য প্রথমে অনুরোধ জানালেও পরে লাইভ বন্ধ না করায় বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এমনটি ঘটেছে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা হোছাইনিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজে। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ন্যায় পূর্ব দরিল্লা হোছাইনিয়া দাখিল মাদ্রাসার পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা করায় চারতলা বিশিষ্ট নতুন ভবন বরাদ্দ করা হয়। কিন্তুু নতুন ভবন নির্মাণ কাজে চলছে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি। ভবনটির মূল ভিত্তি থেকেই অনিয়ম করে আসছিল মন্ডল ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ফারুক মন্ডল। অনিয়মের কারনে ভবনের ২টি পিলার (কলাম) ভেঙ্গে আবার নতুন করে তৈরি করা হয়। এছাড়া ভবনের ভিমের ঢালাই কাজে ভাইব্রেটার মেশিন সঠিকভাবে ব্যবহার না করায় ভবনের ভিমের ভিতর ফাপা জায়গা রয়ে গেছে বলেছে স্থানীয় বাসিন্দাদের ধারনা। এরকম ভবনের কাঠামোগত গঠনে রয়েছে অনেক ত্রুটি। সেন্টারিং খুটি নূন্যতম ৩ সপ্তাহের পর খোলার কথা থাকলেও ২ সপ্তাহ যেতে না যেতেই তা খুলে ফেলা হয়েছে। এতে করে নতুন ভবনটি ঝুঁকিপূর্ণ থেকে যাবার সম্ভাবনা রয়েছে। তাঁর উপর ভবনের ছাদ ঢালাইয়ে কাজে নানাবিধ ত্রুটি ধরা পড়েছে। সরজমিন গিয়ে জানাগেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে ইঞ্জিনিয়ার ছাড়াই ইটের রাবিশ দিয়ে যেনতেন ভাবে জলছাদ (প্যাটার্ন স্টোন) ঢালাই কাজ করা হচ্ছিল। তবে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ছিলেন না। পরে স্থানীয় যুবক ও সাধারন জনগণ এতে বাধা প্রদান করায় কাজ ছেড়ে পালিয়েছে ঠিকাদার ও নির্মাণ কাজে সহযোগী কারিগররা। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুর রাশিদ(৫৫) অভিযোগ করে বলেন, কোন কর্মকর্তা উপস্থিত না থাকার সুযোগে ইটের গুড়া এবং শুধু বালি দিয়ে ঢালাইলের কাজ করছিল। দেবার সময় স্থানীয়রা বাধা প্রদান করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো ঘটনাটি নিজ মোবাইলে ভিডিও করা মোজাহিদুল ইসলাম আকাশ ভূইয়া বলেন, ঢালাই দিতে বারণ করলে সেখানে দাঁড়িয়ে থাকা ঠিকারদার আমাদের নামে মামলা করার হুমকী দেন। প্রতিবেশি ইসহাক (৭০) ও আলতাফ হোসেন(৫৩)জানান, ভবনের প্রতিটি ভিমে পর্যাপ্ত ভাইব্রেটার দেওয়া হয়নি। এ কারণে সর্বত্র সমানভাবে ঢালাই পৌছেনি। তাছাড়া ভবনের দুটি পিলারও ভেঙ্গে নুতন করে করা হয়েছে। অত্র মাদ্রাসা সুপার আব্দুর রহিম বলেন,ভবন নির্মানের জন্য জমি দিয়েছি। কাজ কেমন হচ্ছে তা দেখবেন প্রকৌলশীরা। আমরা এসবের কি বুঝি। তবু ছাদ ঢালাইয়ের দিনে ছিলাম। এ বিষয়ে ঠিকাদার ফারুক মন্ডল বলেন, আমি সিডিউল মোতাবেক কাজ করে যাচ্ছি। কোথাও কোন অনিয়ম নেই। এলাকার লোকজন অহেতুক চাপ সৃষ্টি করায় কাজ করা যাচ্ছেনা। তারা কি চায় ? প্রয়োজনে কাজ বন্ধ থাকবে। আমি প্রতিষ্ঠানের কাজ করি। আপনারা যা পারেন তা করেন। তবে ভবনের দুটি কলাম ভাঙ্গা এবং নতুন ভাবে নির্মাণের বিষয় জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। এ দিকে ময়মনসিংহে জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, উক্ত ভবন নির্মাণে দুটি কলামের ত্রুটি ছিল বিধায় তা ভেঙ্গে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। জলছাদ ঢালাইয়ের কাজে ঠিকাদার আমাদেরকে জানান নাই। সরকারি ছুটির দিনে তিনি গোপনে এ কাজ করেছে বলে শুনেছি। ইটের রাবিশ দেওয়া নিত্যান্তই অন্যায়। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করবো।
ছবি-সংযুক্ত

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991