নারায়ণগঞ্জে “৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” ব্যানারে সংবাদ সম্মেলন
মো:ফয়জুল্লাহ স্বাধীন “৭১এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার “ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগেরমনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
সোমবার সোনারগাঁ রয়েল রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন – বিএনপির ডাকা অবরোধ চলছে, যা সাধারণ মানুষ প্রত্যাখান করেছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে এই অবরোধ প্রতিহত করছি। কাঁচপুর, মেঘনা, বস্তুল সোনারগাওয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতারা অবস্থান নিয়েছি। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান করছি।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতেছেন।