এম.এস.শিবলী ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান: জননেতা আলহাজ আব্দুল্লাহ আল কায়সার একজন মানবতার ফেরিত্তয়ালা তিনি সোনারগাঁ মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন তিনি একজন সরল মনা সাদা মনের মানুষ। তিনি সবার সাথে মিশতে পছন্দ করেন। একজন খেটে খাত্তয়া দিন মজুর সাধারণ মানুষ ও যদি সাক্ষাতে অথবা ফোনে কথা বলতে চান অনায়াসে ই কথা বলতে পারেন। তিনি একজন সাংসদ হওয়ার পরেও অহংকার বলতে কিছুই নাই। সবার সাথে স্বাভাবিক আচরন করা উনার একটি বৈশিষ্ট্য । উনার বিগত আমলে দেখেছি সোনারগাঁয়ে হামলা মামলা অনেক কম হয়েছে। কোনো ঝগড়া ও সমস্যা হলে উনি নিজ হাতে সমাধান করে দিতেন। মানুষ থানা এবং কোট কাচারিতে যাওয়ার প্রয়োজন হতো না। সোনারগাঁয়ের মানুষ উনাকে যে ভাবে সাংসদ নির্বাচিত করেছেন তা মনে রেখেই তিনি আগামী দিনের পথ চলতে শুরু করেছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে প্রতি নিয়ত সোনারগাঁয়ে কাজ করে যাচ্ছেন । সোনারগাঁয়ের প্রতিটি মানুষ আশাবাদী সোনারগাঁ উপজেলা কে স্মাট উপজেলায় গড়ে তুলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উপহার দিবেন । বিগত আমলে যেমন হামলা মামলা কম হয়েছে এবার ও সোনারগাঁয়ের মানুষ পূর্বের মতোই সোনারগাঁ উপজেলা বাসি দেখতে চায়। আব্দুল্লাহ আল কায়সার সাংসদ নির্বাচিত হওয়ার পর সকল শ্রেণির মানুষ কে সাথে নিয়ে মত বিনিময় করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাহা সোনারগাঁ বাসি বহুদিন মনে রাখবেন। মত বিনিময় সভায় উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তদ অনুযায়ী কাজ করে গেলে সোনারগাঁ উপজেলা হবে একটি স্মাট উপজেলা । উনি প্রতি নিয়ত সামনে এগিয়ে যাবেন এ প্রত্যাশা সোনারগাঁ উপজেলা বাসির ।