মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে ১৭ দিন পর নিখোঁজ হওয়া শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকায় ডুবে যাওয়া স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে উঠে এইচএসসি পরীক্ষার্থী নাইস আহমেদের (১৯) মরদেহ। এ নিয়ে তিস্তায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলো।
নাইস আহমেদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের গনেশের বাজারের মোনাব্বের হোসেনের ছেলে। সে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তার নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করেন। এ বছর আনোয়ারমারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।