নিজের অদম্য ইচ্ছাশক্তি, সুশৃঙ্খল জীবন যাপনকে কাজে লাগিয়ে সকলের প্রশংসায় ভাসছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের গোবিন্দপুর চাষকপাড়ায় অবস্থিত আল-ইকরা ক্যাডেট মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র মো. জাহিদ হাসান। মাদ্রাসাটিতে ভর্তি হওয়ার পর থেকে দীর্ঘ ৯ বছর অতিক্রান্ত হলেও একদিনের জন্যও ক্লাসে অনুপস্থিত থাকেনি সে। গোবিন্দগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের গোবিন্দপুর চাষকপাড়া মহল্লার বাসিন্দা কৃষক আব্দুল জলিল এবং গৃহিনী মোছা. হোসনে আরা বেগমের তিন ছেলে তার মধ্যে সব ছোট ছেলে মো. জাহিদ হাসান সে স্থানীয় আল-ইকরা ক্যাডেট মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্র। শুধুমাত্র নিজের অদম্য ইচ্ছাশক্তি আর সুশৃঙ্খল জীবন যাপনকে কাজে লাগিয়ে ছাত্রজীবনে বয়ে এনেছে সফলতা। কিন্তু কিভাবে সম্ভব এটা? জ¦র, সর্দি মাথা ব্যাথায় বছরে ২/১ দিন তো ক্লাস মিস হতেই পারে। কিন্তু সে সবের কিছুই হয়নি। তার এমন নিয়মানুবর্ধিতায় মুগ্ধ সবাই। মেধাবী এই তরুণ ছাত্র শিক্ষা জীবনেও পেয়েছে সাফল্য। ২০১৮ সালে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সে। আগামী দাখিল পরীক্ষাতেও তার এমন সাফল্য আসবে বলে মনে করছেন তার শ্রেণি শিক্ষকরা। তবে স্কুলের পরিচালক মোঃ ওয়েসুল ইসলাম (ওয়েছকুরনী) জানান এই মেধাবী ছাত্র জাহিদ হাসানের বাবা একজন গরীব মানুষ তাই তার পক্ষে এতো টাকা পয়সা খরচ করে লেখা পড়া করাতে পারবে না, যদি কোনো বিত্তবান মানুষ মেধাবী ছাত্র জাহিদের পাশে দারান তাহলে আমি মনে করি সে উচ্চ শিক্ষা লাভ করে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনতে পারে।