ময়মনসিংহ হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধি: ফরহাদ মিয়া
ময়মনসিংহের পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চল ধোবাউড়া।আর সেই ধোবাউড়া অবহেলিত ইউনিয়ন হচ্ছে ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন।১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন মানুষ ধোবাউড়া সদরে যেতে চাইলে এই নিতাই নদী পাড়ি দিয়েই ধোবাউড়া সদরে যেতে হয়। তা আবার নৌকা দিয়ে পার হয়ে। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে । ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে কোন কলেজ ভার্সিটি না থাকায় শত শত শিক্ষার্থী প্রতিদিন এই নেতাই নদী পার হয়ে ওপারে যেতে হয় নৌকা করে। এবং শিক্ষক,জনসাধারন,এই নেতাই নদীর উপর নৌকা দিয়ে পার হয়ে যেতে হয়। অনেক সময় এমন দেখা গিয়েছে এই নেতাই নদী পার হতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।স্হানীয় সুত্রে জানা যায় বর্ষার মৌসুমে প্রতি বছরেই নেতাই নদী পার হতে গিয়ে নৌকা ডুবে অনেকের জীবন দিতে হচ্ছে।
প্রায় ১০ যুগ অপেক্ষার পর হাজারো মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই নিতাই নদীর ব্রিজের কাজ চলমান