তুহিন ইসলাম মেহেরপুরঃ আজ বিকালে মেহেরপুর সদর উপজেলার শোলমারী বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরণের সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় পন্য’র মূল্যে’ বৃদ্ধি করে জনগনকে জিম্মি করে সিন্ডিকেট চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অবিলম্বে প্রয়োজনীয় পন্য’র মূল্যে স্বাভাবিক পর্যায়ে আনতে হবে।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহিদুল ইসলাম সেন্টু
বিএনপি নেতা ও সাবেক মেম্বার ভুট্টো, স্বেচ্ছাসেবক নেতা আসাদুল ইসলাম, মনিরুল,,সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।