গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ওয়ার্কার্স পার্টি সদর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ, সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা কমিটির সদস্য অ্যাড. আশরাফ আলী, আজাদুল ইসলাম আজাদ, ফারুকুল ইসলাম, মাহবুবর রহমান সুমন প্রমুখ।
বক্তারা সাম্প্রদায়িকতা ও মৌলবাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সকল প্রকার ধর্মের অপব্যবহার ও সন্ত্রাস বন্ধ কর এবং শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।