রিপোর্টারঃ বাংলাদেশের তিনবারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বর্তমান সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারনে চাল, ডাল, তেল ও গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী কাল বুধবার দুপুরে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করবে রাজশাহী জেলা বিএনপি।
রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে আজ বুধবার বেলা ২.৩০টা থেকে রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান,প্রধান বক্তার বক্তব্যে রাখবেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
এই সমাবেশে সময়মত উপস্থিত হওয়ার জন্য জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আহবায়ন জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারসহ সকল সদস্যবৃন্দ।