মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
ঘোষনা
বন্যাদুর্গত এলাকায় বিএনপির সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চলছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স উত্তরা টাউন কলেজ গভর্ণিং বডির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মো. রাফিউদ্দীন আহমেদ বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজশাহীতে পদ্মার কাশবন থেকে ২টি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ইবিতে বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ সাতক্ষীরা বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান পর্যালোচনা অনুষ্ঠিত  এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

নিম্নচাপের ধীরগতি আজ ও বৃষ্টি থাকবে

মোঃ মিন্টু শেখ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকেই। এটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তবে এর গতি ধীর বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাই আজ রোববারও এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সারা দিনই বৃষ্টি হতে পারে; যদিও বৃষ্টি কমে গেছে গতকালের চেয়ে।

 

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার বৃষ্টি কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, স্থল নিম্নচাপটি খুব ধীরে এগোচ্ছে। এর কেন্দ্র এখন ভারতের পশ্চিমবঙ্গে। এর প্রভাবেই আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

 

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার। আর এ সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার।

 

বৃষ্টি আগের চেয়ে কমে এসেছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কমে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, আজ বৃষ্টি গতকালের চেয়ে কম হচ্ছে। আগামীকাল তা আরও কমে যেতে পারে।

 

গত ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর–পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। এর সঙ্গে ছিল উজানের পাহাড়ি ঢল। এ দুয়ের প্রভাবে ওসব অঞ্চলের অন্তত ১১ জেলায় বন্যা সৃষ্টি হয়। আক্রান্ত হয় এলাকাগুলোর অর্ধকোটি মানুষ।

 

গত সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম পড়তে শুরু করে। দেশের অন্তত ২০টি জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। তবে গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজার জেলায়। এতে কক্সবাজার শহর এবং জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991