জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
বৃহঃবার (১৯ মে) দুপুরে তিনি গ্রামটি পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি জেলা প্রশাসনে পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ক্ষতিগ্রস্তদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করতে হবে। তাছাড়া ক্ষতির পরিমানও অনেক। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার দেওয়া হয়েছে। ঘর মেরামতের সার্বিক সহযোগিতা জেলা প্রশাসনে পক্ষ থেকে করা হবে।’
পরিদর্শন কালে রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর তার ব্যাক্তিগত তহবিল হতে এসএসসি পরিক্ষার্থী পরমেশ্বর এর মেয়ে জামিতা সরেন, সুজিন সরেনের ছেলে স্বপন সরেন ও গনেশ হাসদার ছেলে দুর্য় হাসদা এদের প্রত্যেককে ৫ হাজার টাকা প্রদান করেন। তাছাড়া এইচএসসি পড়ুয়া মামনি সরেন ও প্রতিবন্ধি বিজয় সরেনকে ২ হাজার করে টাকা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পরিদর্শনের সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে কাল বৈশাখী ঝড়ে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামে আবাসন ও আদিবাসী পাড়ার বেশ কয়রকটি বাড়ির চাল উড়ে যেয়ে দুমড়ে মুচড়ে যায়। বাড়ির চাল উড়ে লন্ডভন্ড হয়ে ক্ষতিগ্রস্ত হয় আদিবাসী এলাকাবাসী।’