গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
নিরাপদ চিকিৎসা চাই” কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইঞ্জি. যুবরাজ খান। যিনি তার একমাত্র ছেলেকে বিনা চিকিৎসায় হারিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নিরাপদ চিকিৎসা চাই”। শুধু তাই নয়, তিনি টাকার অভাবে চিকিৎসা করতে না পারা হত-দরিদ্র, তৃতীয় লিঙ্গ (হিজরা) সহ নানা পেশার মানুষের জন্য গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন “মরহুম জাবির মেডিকেল কনসালটেন্ট” এবং সমাজের অবহেলিত বৃদ্ধ মা-বাবার জন্য তৈরি করেছেন “রানু বৃদ্ধাশ্রম”। এছাড়াও তিনি সবসময় রাজধানীর প্রতিটি আনাচে-কানাচে পরে থাকা অবহেলিত, হত-দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের রোজার মাসে ইফতার, ঈদের দিন থেকে শুরু করে গরু জবাই করে বিরিয়ানি, খিচুরী ও টাকার অভাবে চিকিৎসা করতে না পারা রাজধানীর বিভিন্ন হাসপাতালের রোগীদের দ্বারে দ্বারে গিয়ে দুই টাকা’র টেন্ডার খামে করে টাকা দিয়ে পাশে থাকে সবসময়। তার নাই কোন চাহিদা। শুধু মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাওয়াই তার একমাত্র ইচ্ছা।