নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনের আগেই সমাজ সংস্কার ও রাষ্ট মেরামতের ভিত্তি “স্থাপন” শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভলপমেন্ট ষ্টাডিজ ও নৈতিক
সমাজ নৈতিক সমাজের সভাপতি সাবেক রাষ্ট্রদুত ও মেজর জেনারেল (সব:) আমসাঅ আমিন এর সভাপতিত্বে কর্মশালাটি অনুস্থিত হয় ১৬ই সেপ্টেম্বর ২০২৪ সোমবার সকাল এগারটায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন এ। অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্র চিন্তাবিদ কবি জনাব ফরহাদ মজহার, অধ্যাপক আবুন কাশেম ফজলুল হক, গন আধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাঃ রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রুবাইয়েত ফেরদৌস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি নৈতিক সমাজের উপদেষ্টা মেজর মুহিব-উল-হক সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিপার জেনারেলর(অব) শাহাদাত হোসেন এবং কবি ও সাংবাদিক’ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বিজয় নগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃরইজ উদ্দিন গোলাম রসুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দ্রুত রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করে একটি দ্রুত অংশগ্রহণ মুলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারা বলেন গণঅভ্যুত্থান যেমন চলছে প্রতি বিপ্লব এর ও চেষ্টা চলছে। ঐক্য বদ্ধ ভাবে আমাদের এই প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে। নির্বাচন ব্যবস্থায় সৈরতন্ত্রের উত্থান যেন আর না ঘটতে পারে এব্যাপারে বক্তারা গুরুত্বারোপ করেন। ঐক্যবদ্ধভাবে আমাদের এই আচকাকে প্রতিহত পুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সকলের উন্মোক্ত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।