জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে ২০২১-২২ শিক্ষাবর্ষের সন্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় নিয়ামতপুর সরকারি কলেজ হলরুমে উদ্বোধনী ক্লাস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, ব্যবস্হাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার শেফালিসহ কলেজের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং দোয়া ও মিস্টি বিতরণ করা হয়।