জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ, এসএসডি কর্মকর্তা ইমরান হোসেন, উৎপল সরকার পিন্টু প্রমূখ।
এসএসডি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতাড়া গ্রামের ওয়াহেদ আলীর কাছ থেকে ২৭ টাকা কেজি হিসেবে ১ টন ধান এবং উত্তরা চাউল কলের কাছ থেকে ৪০ টাকা দরে ৬ টন চাল সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে নিয়ামতপুরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫৯৬ মেট্টিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৯৪ মেট্টিক টন।