জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যরা নিজেদের বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আহ্বান জানান।
সমাবেশ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।