নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ টি ইয়াবা বড়িসহ সোহেল রানা (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার হাজিনগর ইউনিয়নের মাসনাতলা শ্মশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা পোরশা উপজেলার ঘাটনগর এলাকার আজিজার রহমানের ছেলে।
জানা যায়, নিয়ামতপুর থানা পুলিশের (এসআই) ইব্রাহিম হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালানো হয়। এ সময় ১০০ টি ইয়াবা বড়িসহ সোহেল রানা নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।