জাকির হোসেন, স্টাফ রিপোর্টার:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল প্রাথমিক বিদ্যালয় পাড়ায় জমকালো দাশাই কারাম উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে গৈল ওরাওঁ ছাত্র সংগঠন ও গৈল গ্রামবাসীর উদ্যোগে এবং বাংলাদেশ ওরাওঁ ছাত্র সংগঠনের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
কারাম উৎসবে যোগ দিতে পাশের কয়েকটি উপজেলা থেকে কারাম নৃত্য দল অংশগ্রহন করে। পরে দলে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
কারাম উৎসবে রনজিত মিনজির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিমল তিরকি, রবিকান্ত খালকো, অনিল তিরকি, সতিশ তিরকি, বৈদ্যনাথ লাকড়া প্রমূখ।
কারাম উৎসব আয়োজন প্রসঙ্গে আয়োজক কমিটির সভাপতি রনজিত মিনজি বলেন, ওরাওঁদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের উৎসব আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে বলে জানান তিনি।