জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ অশ্বিনীকান্ত প্রামাণিক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর এলাকার সাতপুকুরিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অশ্বিনীকান্ত প্রামাণিক ওই ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মৃত রামাকান্ত প্রামাণিকের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গুজিশহর এলাকার সাতপুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় অশ্বিনীকান্তর প্রামাণিকের নিজ বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ৩০০ গ্রাম গাঁজা।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, 'মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে অশ্বিনীকান্ত প্রামাণিককে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।