্স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঐ নারীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নারী হলেন উপজেলার হাজিনগর ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের মৃত ইচির আলীর স্ত্রী বুলবুলি (৩৫)।
এজাহার সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন অভিযান চালিয়ে হাজিনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়ির ওঠানে সামনে মাদকদ্রব্য বিক্রি করছে বলে জানতে পারে মাদকদ্রব্য ও আসামি ধরার অভিযানে থাকা পুলিশের একটি দল। পরে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানালে তিনি অভিযান পরিচালনা করতে বলেন। অভিযান পরিচালনা করে ঐ নারীকে ধরতে সক্ষম হলেও এক ব্যক্তি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তি হাজিনগর ইউনিয়নের শালবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে তারিকুল ইসলাম (৩২)।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঐ নারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।