জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমূখ।
সভায় কমিটির দায়িত্বসমূহ নিয়ে আলোচনা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।