জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ শুরু। ২৩ এপ্রিল শনিবার শুরু হতে যাওয়া পুষ্টি সপ্তাহ ২৯ এপ্রিল শেষ হবে। সপ্তাহ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাঃ প্রনব কুমার, ডাঃ তুর্য রহমান প্রমূখ।
২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২২ জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন, পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের কাছে তুলে ধরা হবে। এ জন্য সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন টাঙ্গানো ও গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে।