স্টাফ রিপোর্টারঃ”প্রশিক্ষত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ট্রেনিং সম্পন্ন ব্যক্তিদের হাতে সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।