জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে শনিবার (২ জুলাই) ডিবি পুলিশের বিশেষ! অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের নাম মাহিদুর ইসলাম (৩০)। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট মাদ্রাসাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নওগাঁ ডিবি পুলিশের একটি বিশেষ দল নিয়ামতপুর- মান্দা উপজেলায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া বাজারের মামুনুর রশিদের ধানী জমির পাশে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। ডিবি পুলিশের বিশেষ দল কাপাষ্টিয়া বাজারে পৌঁছালে বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করে ডিবি পুলিশ। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ১কেজি ৫০০ গ্রাম গাঁজা।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা বাদী হয়ে এজাহার দায়ের করেন।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।