জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরন ২০২২ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হবে।
ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক প্রমূখ।