জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত সমন্বিত কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্তকরণ ও নওগাঁ জেলায় সফল বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সকালে জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা সঞ্চালনা করেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক লোকমান হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রমূখ।
কর্মশালায় মাদক নির্মূলে সমন্বিত খসড়া পরিকল্পনা নিয়ে উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও সকল সদস্যদের মাঝ থেকে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন ইউনিয়ন চেয়ারম্যানগণ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, মাদক সমাজের বিশফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে হলে সকলের সমন্বিত প্রয়াসে কাজ করতে হবে।