স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত ৫০ জন শিশু ও কিশোরদের মাঝে একটি করে টি শার্ট বিতরণ করে প্রয়োজনের সময় রক্ত সংগ্রহ করে দেওয়া স্পন্দন রক্তদান সংঘ।
গতকাল ৩০ এপ্রিল উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও দোকান কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে এ কার্যক্রম চালান স্পন্দন রক্তদান সংঘের সদস্যরা।
সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংঘের সভাপতি আরিফ হাসান ইমন, সহসভাপতি মাসুদ রানা, আলমগীর হোসেন, মাহমুদ আলম বাদশা, বেনী আমিন রশিদ রৌদ্র, সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, রাজু আহমেদ, আসিফ, ফাহাদ,সাখাওয়াত, নাহিদ হাসান, শাওন, নাহিদ আহসান প্রমূখ।
অনুষ্ঠান সম্পাদনে সহযোগিতা করেন সদস্য স্বপন আহমেদ স্টার, ইয়ামিন জামায়েল প্রান্ত, আরিফসহ আরও অনেকে।
বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করা জিহাদ বলেন, ঈদের উপহার পেয়ে খুব ভালো লাগছে। এ ধরনের উপহার পাব কখনো কল্পনা করি নি।
স্পন্দন রক্তদান সংঘের সভাপতি আরিফ হাসান ইমন বলেন, সাধারণত এক ধরনের তাড়না থেকে স্পন্দন রক্তদান সংঘের সদস্যরা মিলিতভাবে এ উদ্যোগ গ্রহণ করেছি। প্রতি বছর এ উদ্যোগ চলমান থাকবে।