জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৪০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৃত রাজকুমারের স্ত্রী সুবর্ণা সরদার (২৫), তারাচানের ছেলে শ্রী সাধন সরদার (৩৩), শ্যম কুমারের ছেলে ধিনতোষ সরদার (২৯), মৃত জিতেনের ছেলে সবিন সরদার (২৯) এবং গোবিন্দের স্ত্রী শান্তনা।
এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম, মিলন কুমার সিংহ, ইউনুস আলী জানতে পারে চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসী পাড়ায় চোলাই মদ তৈরি হচ্ছে। বিসয়টি নিশ্চিত হওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানালে তিনি অভিযান পরিচালনা করতে বলেন। পরে অভিযান চালিয়ে তাদের চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।