জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন শনিবার (৫ নভেম্বরন) সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোকাররম হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার, সহকারী প্রোগামার রাসেল রানা, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।