স্বপ্না আক্তার নীলফামারী:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে আজ ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তৃতা দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বর অব কমার্স এ- ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নীলফামারী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু।
সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতাদেন জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর।
এর আগে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে সমবায়ে জেলায় বিশেষ অবদানের জন্য ছয়টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান এবং উন্নত জাতের গাভি পালনের জন্য সমবায়ী পাঁচজন নারীকে পাঁচ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।