স্টাফ রিপোর্টারঃ নীলফামারীাতে সপাতালে সমাজসেবা কার্যালয়ের কার্যক্রম জোরদারকরণ, সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হাসপাতালের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ জহিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, নীলফামারী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী জেনারেল হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা হাওয়া খাতুন।
সভায় বক্তারা বলেন, হাসপাতাল সমাজসেবা এমন একটি কার্যক্রম যার মাধ্যমে হাসপাতালে চিকিৎসারত রোগীদের চিকিৎসা ক্ষেত্রে যথা সম্ভব সকল প্রতিবন্ধকতা দূর করে চিকিৎসা ব্যবস্থাকে পরিপূর্ণ ও কার্যকর করে তুলতে ভূমিকা রাখে। সভায় তহবিল সংগ্রহ অভিযান পরিচালনা করা, রোগী কল্যাণ সমিতির সদস্যদের সমন্বয়ে মাঝে মধ্যে হাসপাতাল কার্যক্রম পর্যবেক্ষণ করা, দরিদ্র রোগীদের সেবার সংখ্যা বৃদ্ধি করা, রাত্রিকালিন সেবা কার্যক্রম পরিচালনা করা, কমিটির সভা নিয়মিত করাসহ হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে উপস্থিত সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
সেমিনারে মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারওয়ার মানিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।