নিজস্ব প্রতিবেদকঃ- শপথ গ্রহণ ও পরিচিতি সভা করেছেন নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি আরেফ রব্বানী মানিক ও সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী শহরের কালিতলা কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থিত সড়ক পরিবহণ মালিক গ্রুপের কার্যালয়ে শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বক্তব্য দেন।
গ্রুপ সুত্র জানায়, শতাধিক সদস্যের এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে আরেফ রব্বানী মানিককে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
পরে (২৬ আগস্ট ২০২৪ ইং) ১৩ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
নিবার্চন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, গ্রুপের ৮০জন সদস্য অনাস্থা আনায় পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
পরবর্তিতে যথাযথ নিয়ম অনুসারে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দ রবিবার বিকেলে শপথ গ্রহণ ও পরিচিতি সভা করেন।
নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি আরেফ রব্বানী মানিক বলেন, গতিশীল এবং পরিচ্ছন্ন একটি পরিবহন সেক্টর প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। সবাইকে সাথে নিয়ে সড়ক পরিবহন মালিক গ্রুপ কাজ করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত রাসেল, সহ-সভাপতি মোফাখখারুল ইসলাম সংগী ও মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল কমেড চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, কোষাধ্যক্ষ আবু তাহের, সড়ক সম্পাদক (১) রাশেদুজ্জামান মিল্টন ও (২) হাসিবুল হাসান, দপ্তর সম্পাদক ময়নুল ইসলাম, হিসাব নিরীক্ষা সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য লাকিয়া আক্তার লাকি।