এস.এম. আহসান হাবীব বাবু স্টাফ রিপোর্টার: নীলফামারী জেলার ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় গতকাল (১২ মার্চ) মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী অভিযান পরিচালনা করে। তে ৯৭ বোতল ফেন্সিডিল সহ মেরাজ আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকের এই ফেন্সিডিল উদ্ধার চলমান অভিযানেরই একটি অংশ। আমরা গোপন সুত্রে খবর পেয়ে মেরাজ আলীর (৩০) বসত বাড়িতে অভিযান পরিচালনা করি এতে ৯৭ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করতে সক্ষম হই আমরা। ডিমলা থানায় একটি মামলা করা হয়।