মোঃআশরাফুল ইসলাম রাজু জেলা ব্যুরো প্রধান নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা। সোমাবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা তার বক্তব্যে কিশোরগঞ্জ উপজেলার সামাজিক, আর্থিক, অবকাঠামোসহ সকল ধরণের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।এতে আরও বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ (হাসান তনা),বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের সভাপতি, মোঃআশরাফুল ইসলাম রাজু, রিপোর্টার ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সামসুজ্জামান সুমন, বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের সভাপতি মিল্লাতুর রহমান মিল্লাত প্রমুখ।