এস.এম. আহসান হাবীব বাবু স্টাফ রিপোর্টার, নীলফামারী: নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে জলঢাকা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানাধীন দুন্দীবাড়ি হতে চাওড়াডাঙ্গী গামী পাকা রাস্তায় চকচকার দোলা ছোট সাইপোন নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাকা রাস্তার উপর হতে তারিখ ০১/০৪/২৪ সময় রাত্রি ১০:০৫ ঘটিকার সময় আসামী মোঃ মইনুল হক (৩৫), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, গ্রাম-উত্তর সোনাখুলি মিলন পাড়া থানা – ডিমলা জেলা- নীলফামারীকে বিশেষ কায়দায় নেভি ব্লু রঙের কাপড় দ্বারা তৈরি বস্তার ন্যায় ব্যাগ থেকে ১৮০ (একশত আশি) বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল আটক করা হয়। যার মূল্য অনুমান ২৭০,০০০/= (দুইলক্ষ সত্তর হাজার) টাকা।
উক্ত আসামির বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-০৪, তারিখ ০২/০৪/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) রুজু করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মহোদয় বলেন, নীলফামারী জেলাকে মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।