মোঃআশরাফুল ইসলাম রাজু জেলা ব্যুরো প্রধান নীলফামারীরঃ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতিকের সিদ্দিকুল আলম। ভোট গণনা শেষে কাঁচি প্রতিকের সিদ্দিকুল আলম পেয়েছেন ৬৯৯১৪ ভোট। তার নিকট তম অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের মোখছেদুল মোমিন পেয়েছেন ৪৫৩০১ ভোট। বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতিকের আহসান আদেলুর রহমান আদেল পেয়েছেন ৪১৩১৩ ভোট।
ভোট গণনা শেষে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতিকের সিদ্দিকুল আলম সিদ্দিককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন বলে সূত্র জানিয়েছে।
এ আসনে ছিল ৪ লক্ষ ২৬ হাজার ৮৭ জন ভোটার। আসনটির সৈয়দপুরে ১টি পৌরসভা, ৫টি ইউনিয়ন ও ১টি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে ভোট কেন্দ্র ৯১টি রয়েছে। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৩ শত ৪৮। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ২ শত ৪৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ১ শত। এছাড়া এ উপজেলায় রয়েছে হিজড়া ভোটার ৪ জন। অপরদিকে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে ভোট কেন্দ্র রয়েছে ৭৮টি। এখানে ভোটার সংখ্যা রয়েছে ২লক্ষ ১০ হাজার ৭ শত ৩৯। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫ হাজার ৬ শত ও মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৫ হাজার ১ শত ৩৮। এ উপজেলায় রয়েছে হিজড়া ভোটার ১ জন।