নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার সীমান্তে প্রায় সাড়ে ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়ন-৩১ নেত্রকোণা। ১২ হাজার ৯শত ৫৩ পিছ ভারতীয় জনসন বেবী সোপ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত পণ্যগুলো বর্তমান মূল্য ১০ লক্ষ ৩৬ হাজার ২ শত ৪০ টাকা।
এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়কের নেতৃত্বে, ১২ সদস্যের একটি টহল দল চোরা চালান বিরোধী অভিযান পরিচালনার
সময় বাংলাদেশের অভ্যন্তরে মধ্যণগরের কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকায় পরিতেক্ত অবস্থায় এই মালামাল জব্দ করেন তারা।