নেত্রকোণা বিশেষ প্রতিনিধিঃ
ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে সৃষ্ট প্রচন্ড ঢেউয়ে কির্ত্তনখোলা বাঁধ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানসমূহে বাঁশের তর্জা, বালির বস্তা, ধারা দিয়ে ঝুঁকিমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান উপস্থিত হয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন এবং বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসন, সকল পিআইসির সদস্য, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কৃষকগণ কর্তৃক বাঁধগুলোর নিবিড় তত্ত্বাবধান অব্যাহত রয়েছে। এসময় জেলা প্রশাসক মহোদয় বলেন, “বৈরি আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকি নিরসনে সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শীঘ্রই খালিয়াজুরীতে ফসল রক্ষায় একটি পাকা বাঁধ নির্মান প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোণা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী অফিসার, খালিয়াজুরী, সহকারী কমিশনার (ভূমি), জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।