তাছাড়া নেত্রকোণা পৌরসভায় অবস্থিত নাগড়া নেত্রকোণা কেন্দ্রীয় শিব বাড়ী মন্দিরের সামনে এক ভয়াবহ উন্মুক্ত ড্রেইন রয়েছে। পথচারীদের হাঁটতে এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রচুর সমস্যার সৃষ্টি হয়। উক্ত ড্রেনে দুর্ঘটনা ঘটছে অহরহ। স্থানীয় লোকজন প্রতিক্রিয়ায় জানান বিগত সরকারের আমলে বার বার নির্বাচিত মেয়র এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জনগণের কথার কোন গুরুত্বই দেননি। তাদের মনমত স্থানে রাস্তা নির্মাণ ও মেরামত করেন। জনস্বার্থের বিষয়টি তারা আমলেই নেননি।
এছাড়াও নেত্রকোণা শহরের বারহাট্টা রোড হতে রাজু’র বাজার পর্যন্ত রাস্তাটি এত ভগ্নদশা সরেজমিনে না দেখলে অনুমানই করা যাবেনা।
যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এ রাস্তাটি। উল্লেখ্য যে উক্ত রাস্তা দিয়ে সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলাসহ নেত্রকোণা সদরসহ পাঁচটি উপজেলার জনগণের ও মালামাল পরিবহনের এবং ছাত্রছাত্রীদের চলাচলের একমাত্র রাস্তা।
বারহাট্টা রোড হতে রাজু’র বাজার রাস্তার সকল খানাখন্দ, নাগড়া শিব বাড়ীর সামনের ড্রেন এবং জেলা পরিষদ, নেত্রকোণা কার্যালয়ের সামনের গর্ত ভরাট জরুরি বলে এলাবাসী ও জনসাধারণের দাবী বিধায় আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলো।